ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-২০তে ডাবল সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
টি-২০তে ডাবল সেঞ্চুরি! ছবি:সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ডাবল সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছেন ভারতের মুম্বাইয়ের কলেজ ছাত্র রুদ্র ধান্দে। মুম্বাই ইউনিভার্সিটি আয়োজিত ইন্টার-কলেজ ক্রিকেটে ঘটেছে এই ঘটনাটি।

৬৭ বলে ২০০ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন রিজভি কলেজের এই ব্যাটসম্যান। ১৯ বছরের রুদ্র এই ডাবল সেঞ্চুরি করতে হাঁকিয়েছেন ২১টি বাউন্ডারি ও ১৫টি ওভার বাউন্ডারি।

তাদের প্রতিপক্ষ দল ডালমিয়া কলেজ মাত্র ৭৫ রানেই সবকটি উইকেট হারায়।  

রিজভি কলেজ করেছিল ৩২২ রান। তার মধ্যে ২০০ রানই রুদ্রর। ২৪৭ রানে হেরে যায় প্রতিপক্ষ ডালমিয়া কলেজ। এমন রেকর্ড করে নিজেই অবাক রুদ্র বলেন, ‘আমি কিছু বলতে পারছি না। কখনও ভাবিনি আমি এমন ব্যাট করতে পারি। ’

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।