ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

থামছেই না আইপিএল ফিক্সিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
থামছেই না আইপিএল ফিক্সিং থামছেই না আইপিএল ফিক্সিং-ছবি:সংগৃহীত

দুই দিন না যেতেই ম্যাচ ফিক্সিংয়ের কারণে আরও ছয় বাজিকরকে গ্রেফতার করলো ভারতীয় পুলিশ। উত্তর প্রদেশের গাজিয়াবাদে আইপিএলে বেটিং করার সন্দেহে ৭০ হাজার ভারতীয় রুপি সহ তাদের গ্রেফতার করা হয়।

ভারতীয় রুপি ছাড়াও পুলিশ তাদের কাছ থেকে সাতটি সেল ফোন, একটি গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করে।

এর আগে কানপুরের হোটেল ল্যান্ডমার্ক থেকে তিন বাজিকরকে গ্রেফতার করে পুলিশ।

ধরা পড়া রমেশ নয়ন শাহ, ভিকাশ চৌহান ও রমেশ কুমারের কাছ থেকে ৪ লক্ষ ৪০ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। তাদের ধরা পড়ার সময় গ্রিন পার্ক স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলস ও গুজরাট লায়ন্সের মধ্যকার খেলা চলছিল।

এই ল্যান্ডমার্ক হোটেলেই দুটি দল ছিল। যেখানে বাজিকরদেরও পাওয়া যায়। একই দিন দিল্লি পুলিশ শাহাদ্রা এরিয়া থেকে আরও ছয় জনকে গ্রেফতার করেছিল। সে সময় পুলিশ দুটি ল্যাপটপ ও ২২টি মোবাইল ফোন উদ্ধার করেছিল।

উল্লেখ্য, আইপিএলে ফিক্সিং বিতর্ক এটিই প্রথম নয়। আইপিএলকে কেন্দ্র করে ২০১৩ সালে সর্বপ্রথম ফিক্সিং বিতর্ক উঠে। ফিক্সিং ইস্যুতে ভারত জাতীয় দলের ক্রিকেটার শ্রীশান্তসহ আরো বেশ কয়েকজন ক্রিকেটারকেও সে সময় নিষিদ্ধ করা হয়। তাছাড়া, দুর্নীতির অভিযোগে দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য নিষিদ্ধও ঘোষণা করা হয়। এই দুই দলের পরিবর্তেই আসরে নাম লেখায় গুজরাট ও পুনে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ১৪ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।