ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসছেন ক্যারল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসছেন ক্যারল ছবি: সংগৃহীত

টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলার আগে আয়োজক বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে সোমবার (১৫ মে) দিবাগত রাতে ঢাকা আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল। সফরে অবশ্য তার সঙ্গে আর কেউই থাকছেন না।

রোববার (১৪ মে) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের নিরাপত্তা প্রধান মেজর (অবঃ) হোসেন ইমাম।

শিন ক্যারলের সফর নিয়ে বিস্তারিত তুলে ধরে হোসেন ইমাম বলেন, ‘১৬ ও ১৭ মে ক্যারল ঢাকায় অবস্থান করবেন।

এই দু’দিনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিজিএফআই ও র‌্যাবের সাথে মিটিং করতে চেয়েছেন। এরপর সময় করতে পারলে মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করবেন। ’

গেল বছরের অক্টোবরে ইংল্যান্ডকে নজিরবিহীন নিরাপত্তা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যা স্বচোক্ষে দেখে গিয়েছিলেন ক্যারল। তার সেই প্রতিবেদনের প্রেক্ষিতেই ২০১৫ সালে নিরাপত্তার খোঁড়া অযুহাতে স্থগিত করে দেয়া দুই টেস্টের সিরিজটি খেলতে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে আসছে অস্ট্রেলিয়া।

সূচি অনুযায়ী ১৮ আগস্ট ঢাকায় এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া। পরে ২২ থেকে ২৪ আগস্ট চট্টগ্রামে একটি প্রস্তুতি ম্যাচ সারবে দলটি। যেখানে ২৭ থেকে ৩১ আগস্ট চট্টগ্রামেই প্রথম টেস্ট অনুষ্টিত হবে। আর ৪ থেকে ৯ সেপ্টেম্বর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্টিত হবে।

অজিরা ২০১৬ সালে সর্বশেষ বাংলাদেশে পূর্ণাঙ্গ সফর করে। সেবার দুই ম্যাচের টেস্টের পর খেলা হয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজও। তবে ২০১১ সালে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ক্যাঙ্গারুরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৪ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।