ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্কুল ৫ বছর, কোচ ১০ বছর নিষিদ্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
স্কুল ৫ বছর, কোচ ১০ বছর নিষিদ্ধ স্কুল ৫ বছর, কোচ ১০ বছর নিষিদ্ধ

জাতীয় স্কুল ক্রিকেটের নিয়ম ভাঙার অভিযোগে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্ট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হলো ঢাকা মেট্রো চ্যাম্পিয়ন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

তবে শুধু স্কুলই নয়, একই অভিযোগে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন স্কুলটির কোচ সাদ্দাম হোসেন অনি।

কোচের সাজা অবশ্য স্কুলের চেয়ে আরও পাঁচ বছর বেশি।

অর্থাৎ আগামী ১০ বছর তিনি কোচের দায়িত্ব পালন করতে পারবেন না।   

এর আগে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে আম্পায়ারের পক্ষপাত দুষ্ট আম্পায়ারিংয়ের প্রতিবাদ করে দোষী সাব্যস্ত হওয়ায় গত ২ মে ১০ বছরের জন্য বিসিবি কর্তৃক নিষিদ্ধ হয়েছেন লাল মাটিয়া ক্লাবের বোলার মো: সুজন ও ফিয়ার ফাইটার্স ক্লাবের বোলার তাসনিম হাসান।

তাছাড়া দুই ক্লাবকেও আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ১৪ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।