ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দশম আইপিএলের প্লে-অফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, মে ১৫, ২০১৭
দশম আইপিএলের প্লে-অফ ছবি: সংগৃহীত

গত ৫ এপ্রিল শুরু হওয়া আইপিএলের দশম আসরের লিগ পর্বের ৫৬টি ম্যাচ দেখতে দেখতেই শেষ। এবার শীর্ষ চার দলের লড়াই। মুম্বাই-পুনে-হায়দ্রাবাদ-কলকাতার মধ্যে চলবে ফাইনালের টিকিট কাটার লড়াই।

দশম আসরে প্রতিটি দল খেলেছে ১৪টি করে ম্যাচ। ১০টি জয় আর চারটি পরাজয় নিয়ে শীর্ষে ওঠে ২০ পয়েন্ট পাওয়া রোহিত শর্মার মুম্বাই।

৯টি জয়, ৫টি পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে স্টিভেন স্মিথের পুনে। ৮টি জয়, ৫টি পরাজয় আর একটি পরিত্যক্ত ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে তিনে গতবারের চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ। আর ৮টি জয়, ৬টি পরাজয় নিয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করা দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা চার নম্বরে অবস্থান করে।

আগামী ১৬ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ালিফায়ার-১ এর ম্যাচে মুখোমুখি হবে শীর্ষে থাকা মুম্বাই আর দুইয়ে থাকা পুনে। যারা জিতবে, তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

১৭ মে এলিমিনেটর ম্যাচে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে তিন ও চার নম্বর দল হায়দ্রাবাদ-কলকাতা। এই ম্যাচে যারা হেরে যাবে, তারা ছিটকে যাবে আইপিএল থেকে।

১৯ মে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার-২ এর ম্যাচ। যেখানে লড়তে হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল আর এলিমিনেটরের জয়ী দলকে। দ্বিতীয় কোয়ালিফায়ার নামের এই ম্যাচের জয়ী দলই হবে ফাইনালের আরেক দল।

২১ মে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে দশম আইপিএলের ফাইনাল। সেখানে লড়বে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল আর দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।

এর আগে ৫ম থেকে ৮ম স্থানে থাকা বাকি চারটি দল এবারের আসর থেকে ছিটকে গেছে। ৫ম স্থানে ১৪ পয়েন্ট নিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের পাঞ্জাব, ৬ষ্ঠ স্থানে ১২ পয়েন্ট নিয়ে জহির খানের দিল্লি, ৭ম স্থানে ৮ পয়েন্ট নিয়ে সুরেশ রায়নার গুজরাট আর ৮ম স্থানে ৭ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির বেঙ্গালুরু।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।