অথচ বেতন-ভাতা বেশ বাড়িয়েই খেলোয়াড়দের নতুন চুক্তি প্রস্তাব করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত মার্চে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর প্রস্তাব করে বোর্ড।
এদিকে, বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের মতের অমিল খুঁজে পাচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)।
এসিএ থেকে জানানো হয়, বোর্ডের প্রস্তাবিত বেতনকাঠামো যে কোনো ক্রিকেটারের জন্য অসম্মানজনক। এটা কোনো ক্রিকেটার মেনে নেবে না, বরং বোর্ডের হুমকিতে সাড়াও দেবে না ক্রিকেটাররা। ক্রিকেটাররা সিএর আয়ের ভাগ আর পাবে না এটা মেনে নেওয়া যায় না। তাই প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করে সিএকে আলোচনায় বসার অনুরোধ করেছে এসিএ।
আর সিএ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, প্রস্তাবিত বেতনকাঠামো মেনে না নিলে অস্ট্রেলিয়ার হয়ে আর কোনো ম্যাচ খেলতে দেওয়া হবে না ক্রিকেটারদের। আগামী ৩০ জুনের মধ্যে নতুন চুক্তিতে সই না করলে ক্রিকেটারদের বেকার বসে থাকতে হতে পারে। নতুন প্রস্তাব ক্রিকেটাররা না মানলে বোর্ড তাদের ৩০ জুনের পর থেকে কোনো বেতন দেবে না।
ক্রিকেটারদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া এমন চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব শুরু হলে ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েল, কামিন্স, হ্যাজেলউডরা ধর্মঘটের ডাক দিতে পারেন। তাতে বাজে প্রভাব পড়তে পারে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে। এ বছর আগস্টে অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য বাংলাদেশ সফর রয়েছে। এরপর রয়েছে নিজেদের মাটিতে অ্যাশেজ সিরিজ। নভেম্বর থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ হবে কি না, তা নিয়েও শঙ্কা থাকছে। আর দ্বন্দ্বের সমাধান না হলে ৩০ জুনের পর অস্ট্রেলিয়া দলের চেহারা কি হতে পারে তা সময়ই বলে দেবে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এমআরপি