ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিরতির পর হাসলো আশরাফুলের ব্যাট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ১৫, ২০১৭
বিরতির পর হাসলো আশরাফুলের ব্যাট ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে হেসেছে কলাবাগান ক্রীড়া চক্রের তারকা মোহাম্মদ আশরাফুলের ব্যাট। নিজেদের নবম ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে কলাবাগান। শেখ জামালকে ৭ উইকেটে হারায় দলটি।

আগের ম্যাচটি থেকে নিজের নাম প্রত্যাহার করে বিশ্রাম চেয়েছিলেন আশরাফুল। গত ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে দলে ছিলেন না।

পারিবারিক সমস্যা ও রান না পাওয়ার চাপে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। বিরতি নিয়েই তার ব্যাট হেসেছে।

বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয় কলাবাগান-শেখ জামাল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে শেখ জামাল তোলে ২১৩ রান। জবাবে, ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে কলাবাগান জয়ের বন্দরে পৌঁছে।

শেখ জামালের ওপেনার ফজলে মাহমুদ ১১ রান আর মাহবুবুল করিম করেন ৩২ রান। এছাড়া, আবদুর রাজ্জাকের বিশ্রামের কারণে দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া রাজিন সালেহ ৪৫, জিয়াউর রহমান ১৮, সোহাগ গাজী ৩৯ আর ইলিয়ান সানি অপরাজিত ৩৬ রান করেন।

কলাবাগানের আবুল হাসান তিনটি, সাদ নাসিম দুটি আর মুক্তার আলি দুটি উইকেট লাভ করেন।

২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলাবাগানের ওপেনার তাসামুল হক ৪৮ আর জসিমুদ্দিন ২৯ রান করেন। তিন নম্বরে নেমে ৮১ রান করে অপরাজিত থাকেন আশরাফুল। তার ৮৭ বলে সাজানো ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির মার। দলপতি তুষার ইমরান করেন ১০ রান। আর ৪৩ রানে অপরাজিত থাকেন মেহরাব হোসেন জুনিয়র।

ম্যাচ সেরা হন আশরাফুল। তার আগের ইনিংসগুলো ছিল ৬, ৪৬, ১০, ০, ৭, ৭ ও ১২ রানের। মাঝে একটি ম্যাচে নিজ থেকে খেলেননি নিজেকে হারিয়ে খোঁজা আশরাফুল।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।