আগের ম্যাচটি থেকে নিজের নাম প্রত্যাহার করে বিশ্রাম চেয়েছিলেন আশরাফুল। গত ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে দলে ছিলেন না।
বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয় কলাবাগান-শেখ জামাল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে শেখ জামাল তোলে ২১৩ রান। জবাবে, ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে কলাবাগান জয়ের বন্দরে পৌঁছে।
শেখ জামালের ওপেনার ফজলে মাহমুদ ১১ রান আর মাহবুবুল করিম করেন ৩২ রান। এছাড়া, আবদুর রাজ্জাকের বিশ্রামের কারণে দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া রাজিন সালেহ ৪৫, জিয়াউর রহমান ১৮, সোহাগ গাজী ৩৯ আর ইলিয়ান সানি অপরাজিত ৩৬ রান করেন।
কলাবাগানের আবুল হাসান তিনটি, সাদ নাসিম দুটি আর মুক্তার আলি দুটি উইকেট লাভ করেন।
২১৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কলাবাগানের ওপেনার তাসামুল হক ৪৮ আর জসিমুদ্দিন ২৯ রান করেন। তিন নম্বরে নেমে ৮১ রান করে অপরাজিত থাকেন আশরাফুল। তার ৮৭ বলে সাজানো ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারির মার। দলপতি তুষার ইমরান করেন ১০ রান। আর ৪৩ রানে অপরাজিত থাকেন মেহরাব হোসেন জুনিয়র।
ম্যাচ সেরা হন আশরাফুল। তার আগের ইনিংসগুলো ছিল ৬, ৪৬, ১০, ০, ৭, ৭ ও ১২ রানের। মাঝে একটি ম্যাচে নিজ থেকে খেলেননি নিজেকে হারিয়ে খোঁজা আশরাফুল।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এমআরপি