বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংক ২৪৯ রান সংগ্রহ করে। জয়ের পথে দারুণ গতিতে ছুটে চলা ব্রাদার্সের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ২৪৮ রানের মাথায়।
প্রাইম ব্যাংকের ওপেনার ও দলপতি মেহেদি মারুফ ৫৮ রান করেন। আরেক ওপেনার সানাজ আহমেদ ২১ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা অভিমানু এসওয়ারান ৬৮ বলে করেন ৭০ রান। জাকির হাসানের ব্যাট থেকে আসে ৫২ রান।
ব্রাদার্সের বোলার নিহাদুজ্জামান তিনটি, দলপতি অলোক কাপালি দুটি উইকেট লাভ করেন।
২৫০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের ওপেনার মিজানুর ১২ রানে ফিরলেও আরেক ওপেনার জুনায়েদ সিদ্দিকী করেন ৫১ রান। দলপতি অলোক কাপালির ব্যাট থেকে আসে ৪৬ রান। মানভিনদার বিশলা করেন ৫৭ রান। মাইশুকুরের ব্যাট থেকে আসে ৩৬ রান। ধীমান ঘোষ ১৪ রানে অপরাজিত থাকেন।
প্রাইম ব্যাংকের আল আমিন হোসেন আর আরিফুল হক দুটি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান তাইবুর, আল আমিন (২) এবং আসিফ আহমেদ। ম্যাচ সেরা হন অভিমানু এসওয়ারান।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এমআরপি