নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৩ উইকেট হারিয়ে ভারত তোলে ৩৫৮ রান। যা টিম ইন্ডিয়ার নারী ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
দীপ্তি শর্মার ইনিংসটি ছিল ১৬০ বলে সাজানো। তার ব্যাট থেকে আসে ২৭টি বাউন্ডারির মার, ছিল দুটি ওভার বাউন্ডারি। ওপেনিং জুটিতেই পুনম রাউতের সঙ্গে তুলে নেন ৩২০ রান। ইনিংসে ৪৬তম ওভারে বিদায় নেন দীপ্তি শর্মা। একই ওভারে রিটায়ার্ড আউট হন ১১৬ বলে ১১টি চারের সাহায্যে ১০৯ রান করা পুনম।
১৯ বছর ২৬৪ দিন বয়সে দীপ্তি শর্মা এই ইনিংস খেলেন। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইনিংসে ১৭৫ রানের বেশি করলেন দীপ্তি (পুরুষ বা নারী ক্রিকেটার)।
নারী ক্রিকেটে দীপ্তি-পুনমের ৩০০’র বেশি রানের উদ্বোধনী জুটিও রেকর্ড বুকে নাম লিখেছে। এর আগে ইংল্যান্ডের সারা টেইলর আর ক্যারোলিন আতকিনস উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ২৬৮ রান। সেটিও ২০০৮ সালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর পুরুষদের ক্রিকেটে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে উপুল থারাঙ্গা আর সনাথ জয়সুরিয়া করেছিলেন ২৮৬ রান।
দীপ্তির ইনিংসটি মেয়েদের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ১৯৯৭ সালে মুম্বাইয়ে বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার বেলিনদা ক্লার্ক খেলেছিলেন ২২৯ রানের ইনিংস।
এর আগে ভারতের জার্সিতে ১৮ ওয়ানডে খেললেও কোনো সেঞ্চুরি ছিল না দীপ্তির। চারটি হাফ-সেঞ্চুরি ছিল তার। টিম ইন্ডিয়ান জার্সিতে ৫টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন এই ওপেনার।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১৫ মে ২০১৭
এমআরপি