মঙ্গলবার (১৬ মে) হাইভোল্টেজ কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হচ্ছে দু’দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে পুনে। দু’দলের চারবারের দেখায় তিন শ্যাচেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এ মৌসুমে তো দুই ম্যাচেই হারের হতাশায় ডোবে মুম্বাই। এবার কোয়ালিফায়ার চ্যালেঞ্জ।
পুরো আসর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো স্টোকসকে ছাড়াই মাঠে নামতে হবে পুনের। লেগস্পিনার ইমরান তাহিরকেও পাচ্ছে না। যারা এবারের আসরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দু’জনই ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ সামনে রেখে জাতীয় দলে যোগ দিতে দেশে ফিরে গেছেন।
তাহিরের জায়গায় খেলতে পারেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। কিন্তু, পুনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইংলিশ অলরাউন্ডার স্টোকসের ঘাটতি পূরণ নিয়ে। অন্যদিকে, আন্তর্জাতিক ব্যস্ততার কারণে জস বাটলারকে না পাওয়াটাও ভাবিয়ে তুলেছে মুম্বাইকে।
সবার আগে প্লে-অফ নিশ্চিত করে মুম্বাই। শুরুর দিকে ধুঁকতে থাকা পুনে অভাবনীয়ভাবেই ঘুরে দাঁড়ায়। নিজেদের শেষ ১০ ম্যাচের মধ্যে আটটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে লিগ পর্ব শেষ করে স্মিথ-ধোনির টিম।
মুম্বাই একাদশ (সম্ভাব্য): পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), লেন্ডল সিমন্স, রোহিত শর্মা (অধিনায়ক), নিতিশ রানা / আম্বাতি রাইডু, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডে, হার্দিক পান্ডে, হরভজন সিং, মিচেল ম্যাকক্লেনাগান, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ।
পুনে একাদশ (সম্ভাব্য): অজিঙ্কা রাহানে, রাহুল ত্রিপাঠি, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা / মায়ানাক আগারওয়াল / রজত ভাটিয়া, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), মনোজ তিওয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ওয়াশিংটন সুন্দর, শার্দুর ঠাকুর / লুকি ফার্গুসন, জয়দেব উনাদকাত, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১৬ মে, ২০১৭
এমআরএম