ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আইসিসির বিশ্বাস জ্বলে উঠবে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আইসিসির বিশ্বাস জ্বলে উঠবে মোস্তাফিজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেট বিশ্বকে মাতিয়ে দিতে ক্রিকেটপ্রেমীদের সামনে আবারো বসতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন মেগা এই ইভেন্ট উপলক্ষে আইসিসি নানা রকম আর্টিকেল লিখছে তাদের ওয়েব পেজে। সেখানেই মঙ্গলবার (১৬ মে) প্রকাশ করা হয়েছে এবারের মেগা এই ইভেন্টে কোন কোন তরুণ তারকা জ্বলে উঠতে পারেন।

বিশ্বসেরা আট দল নিয়ে আগামী ১ জুন শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যুদ্ধে সামিল হওয়া আট দেশের তরুণ তারকাদের নিয়ে লিখেছে আইসিসি।

সেখানে অন্য সব দলের সঙ্গে রয়েছে বাংলাদেশের বোলিং বিস্ময় মোস্তাফিজুর রহমান। আইসিসির মতে, মোস্তাফিজও এবারের আসরে জ্বলে ওঠার অপেক্ষায় থাকবেন, তাকে দেখার অপেক্ষায় থাকবে পুরো ক্রিকেট বিশ্ব।

আর্টিকেলে মোস্তাফিজের সঙ্গে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কেগিসো রাবাদা, নিউজিল্যান্ডের বাঁহাতি অলরাউন্ডার মিচেল স্যান্টনার, পাকিস্তানের বাবর আজম, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ভারতের জাসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স আর ইংল্যান্ডের ব্যাটসম্যান স্যাম বিলিংস।

মোস্তাফিজ প্রসঙ্গে আর্টিকেলে লেখা হয়, ‘বাঁহাতি এই পেসারের কুইকারে বিশেষ কিছু আছে। বাংলাদেশ একজন সত্যিকারের রত্ন খুঁজে পেয়েছে। তার কাটার গুলো দ্রুত, সঠিক আর দুর্দান্ত। ২০১৫ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো সিরিজ জিতলেও মোস্তাফিজের ওয়ানডে ক্যারিয়ারের শুরুতে দুইবার পাঁচটি করে উইকেট বড় কিছু ছিল। জিম্বাবুয়ের ব্রায়ান ভেটরির পর মোস্তাফিজই দ্বিতীয় কোনো বোলার যে অভিষেকের পর প্রথম দুই ওয়ানডেতে পাঁচটি করে উইকেট তুলে নেয়। ’

আইসিসি আরও লিখেছে, ‘২১ বছর বয়সী এই ক্রিকেটারের মধ্যে আরও অনেক ক্রিকেট বাকি আছে। মোস্তাফিজ যদি ফিট আর ইনজুরি মুক্ত থাকে, তাহলে ক্রিকেটে তার দক্ষতা দেখাতে আরও অনেক সময় পাবে। ’

বাংলাদেশ সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় ২০০৬ সালে। প্রায় দশ বছর পর আবারও এ টুর্নামেন্টে অংশ নেবে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড ছাড়াও আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ খেলবে ওভালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ জুন। ৯ জুন কার্ডিফে প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।