ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যান তাইজুলের বোলার হয়ে উঠার গল্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ব্যাটসম্যান তাইজুলের বোলার হয়ে উঠার গল্প ব্যাটসম্যান তাইজুলের বোলার হয়ে উঠার গল্প

আজ থেকে প্রায় ১০ বছর আগের কথা। তখন অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন টেস্টে জাতীয় দলে এখনকার নিয়মিত স্পিনার তাইজুল ইসলাম। ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। সমান তালে চলছিল তার বোলিংও।

ব্যাটে, বলে দারুণ ছন্দে এগিয়ে চলছিল তাইজুলের ক্রিকেট ক্যারিয়ার। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন।

অনূর্ধ্ব-১৮তে যখন এলেন তখনই তার ক্যারিয়ারে দারুণ এক পরিবর্তন আসে। কেননা অনূর্ধ্ব-১৮’র বিভাগীয় লিগে ব্যাটিংয়ের চেয়ে তার বোলিংয়েই ক্ষুরধার পারফরমেন্স দেখা যায়। ব্যাস, অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন বোলার হিসেবে।

অনূর্ধ্ব-১৯ দলে আসার পর ব্যাটিং ছাপিয়ে বোলিংয়ের সাথেই তাইজুলের সখ্যতা গড়ে উঠতে থাকে। কেননা একই সাথে তিনি দুই বিভাগে মন দিতে পারছিলেন না। তাই অনেক দিনের বন্ধু ব্যাটিংকে অনেকটা নির্দয়ভাবেই বিদায় জানান।  
 
তাইজুল জানান, ‘ভাবলাম দুই দিকে মন দিলে কোনোটাই হবে না। আমাকে যে কোনো একদিকে থাকতে হবে। তখন আমি বোলিংয়ের দিকে মনোযোগ দেই। ফলে ব্যাটিংয়ে আস্তে আস্তে মরিচা পড়তে থাকে। ’

হঠাৎ করেই চিরচেনা বোলার তাইজুলের ব্যাটিং নিয়ে আলোচনার কারণ হলো, গত ১১ মে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে তার ৫১ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে পারটেক্স স্পোর্টিংয়ের বিপক্ষে নিশ্চিত হারের মুখ থেকে জয় পায় তাইজুলের মোহামেডান স্পোর্টিং ক্লাব।

তাইজুল ব্যাটিং ছেড়েছেন আজ থেকে ১০ বছর আগে। তারপরেও তার ব্যাটে এমন ধার! অবশ্য এজন্য ক্লাব কোচের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে কুন্ঠাবোধ করলেন না, ‘কোচ আমাকে এখন নিয়মিতই নেটে ব্যাটিং অনুশীলন করতে বলেন। তাই হয়তো এভাবে পেরেছি। ’

তাইজুলের ওই ইনিংসের অনুরূপ ভারতের ঘরোয়া ক্রিকেট আইপিএলের এবারের আসরে কলকাতা নাইটরাইডার্সের ক্যারিবীয় স্পিনার সুনিল নারাইন নিজেকে ঝড়োগতির ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। নারাইনের ব্যাটিং দেখে কে বলবে তিনি একজন নিয়মিত বোলার!
 
নারাইন আর তাইজুল দু’জনই স্পিনার। পার্থক্য শুধু নারাইন ডানহাতি বোলার আর তাইজুল বাঁহাতি বোলার। তবে ব্যাট হাতে দু’জনই দারুণ। তাই তাইজুলের কাছে জানতে চাওয়া হয়েছিল সুনীল নারাইনের মতো সুযোগ দেয়া হলে সেই সুযোগটা নেবেন কী না?

উত্তরে তিনি বললেন, এই মুহূর্তে মনে হয় না এটা আমি পারবো। আজ থেকে এক বছর পর হলে আমি হয়তো এখানে সফল হব। কারণ মানুষের জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসে। তাই আজ থেকে ১ বছর পর আমি ভালো কিছু আশা করছি।

তবে সুনীল নারাইনের ব্যাটিংয়ে দারুণভাবে অনুপ্রাণিত তাইজুল। আজ না হোক একবছর পরে হলেও তিনি নিজেকে পরিপূর্ণ একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চাইছেন। সেই লক্ষ্যে কাজও নাকি শুরু করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।