মঙ্গলবার (১৬ মে) অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ক্রিকেট খেলতে আসলে অস্ট্রেলিয়ার কোনো সমস্যা হবে না।
তিনি আরও জানান, ক্যারল জানতে চেয়েছিলেন ইংল্যান্ড দলকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলকেও সেই মানের নিরাপত্তা দেওয়া হবে কিনা? আমি বলেছি, ইংল্যান্ডের মতো নয়, অস্ট্রেলিয়া যে ধরনের নিরাপত্তা চাইবে সে ধরনের নিরাপত্তা দেওয়া হবে। আমরা চাই বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা বিশ্ব দেখুক।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশে ক্রিকেট খেলতে আসা দেশগুলোকে আমাদের সরকার যে ধরনের সহযোগিতা করে পৃথিবীর কোনো দেশেই তা পাওয়া যায় না। আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে যাই। তাদের নিরাপত্তা ব্যবস্থা জানা আছে। তবু তাদের মনে একটু সন্দেহ ছিল, তাই তারা একটু পরেই আসছে। ইংল্যান্ড দল খেলে যাওয়ার পর অস্ট্রেলিয়ার সাহস বেড়েছে।
উল্লেখ্য, আগস্ট-সেপ্টেম্বরে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে সোমবার (১৫ মে) দিবাগত রাতে ঢাকা আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরামর্শক শিন ক্যারল।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
আরএম/আরআর/