ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুরের ১ রানের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ১৬, ২০১৭
শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুরের ১ রানের জয় শ্বাসরুদ্ধকর ম্যাচে রংপুরের ১ রানের জয়

অষ্টম জাতীয় নারী ক্রিকেট লিগের শ্বাসরুদ্ধকর ম্যাচে নবাগত ময়মনসিংহ বিভাগকে ১ রানে হারিয়ে উদ্বোধনী জয় তুলে নিল রংপুর বিভাগ। ৪১ ওভারে রংপুরের দেয়া ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিতু মনি ও জান্নাতুল ফেরদৌসীর ব্যাটে ৮ উইকেটে, ৪১ ওভারে, ১৬৮ রান সংগ্রহ করে ময়মনসিংহ।

রিতু মনি সর্বোচ্চ ৪৮ ও জান্নাতুল ফেরদৌসী খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রানের ইনিংস।
 
রংপুরের হয়ে বল হাতে পবিত্র রায় ৪টি, সানজিদা ইসলাম ২টি আর মুনতাহিনা হাসনাত ও সোবহানা মোস্তারি নিয়েছেন ১টি করে উইকেট।

রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে রংপুর বিভাগ। আর ব্যাটিংয়ে নেমে সানজিদা ইসলামের ৫৬ ও নুজহাত তাসনিয়ার অপরাজিত ৫৫ রানে, ৪১ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় রংপুর বিভাগ।

ময়মনসিংহের হয়ে বল হাতে রিতু মনি ৩টি, জান্নাতুল ফেরদৌসী ও সাবিকুননাহার জেসমিন নিয়েছেন ১টি করে উইকেট।

এদিকে বগুড়ায় বৃষ্টি বাধায় পণ্ড হয়ে গেছে বরিশাল ও রাজশাহী বিভাগের মধ্যকার দিনের অপর ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ১৬ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।