ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আয়ারল্যান্ডে ‍অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর আগে টসে হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কিউইরা।এক ম্যাচের নিষেধাজ্ঞার পর এ ম্যাচে আবারও ফিরেছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

নিরপেক্ষ ভেন্যু ডাবলিনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচটি। এ ম্যাচের আগে বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় পূর্ণ পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

কেননা স্বাগতিক আইরিশদের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

অন্যদিকে নিউজিল্যান্ডে নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের ৫১ রানে হারায়। এই সিরিজে প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলছে কিউইরা। কারণ দলের অধিকাংশ তারকা ক্রিকেটার বর্তমানে ভারতে আইপিএলে ব্যস্ত রয়েছেন।

ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে ২৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। জয়ের পাল্লাটা (২০) কিউইদের বেশি হলেও বাংলাদেশের মাটিতে নিজেদের শেষ দু’টি অ্যাওয়ে সিরিজে অসহায় আত্মসমর্পণ করে দেশে ফিরে কিউইরা। ২০১০ ও ২০১৩ সালের হোম সিরিজে ৯ ম্যাচের মধ্যে আটটি ওয়ানডেতেই (একটি পরিত্যক্ত) জয়োল্লাসে মাতে টাইগাররা।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: লুক রঞ্চি (উইকেটরক্ষক), টম ল্যাথাম (অধিনায়ক), জর্জ ওয়ার্কার, রস টেইলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, স্কট কোগলেলিজন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে/ ইশ সোদি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৭ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।