নিরপেক্ষ ভেন্যু ডাবলিনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে এই ম্যাচটি। এ ম্যাচের আগে বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় পূর্ণ পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।
অন্যদিকে নিউজিল্যান্ডে নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের ৫১ রানে হারায়। এই সিরিজে প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে খেলছে কিউইরা। কারণ দলের অধিকাংশ তারকা ক্রিকেটার বর্তমানে ভারতে আইপিএলে ব্যস্ত রয়েছেন।
ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে ২৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। জয়ের পাল্লাটা (২০) কিউইদের বেশি হলেও বাংলাদেশের মাটিতে নিজেদের শেষ দু’টি অ্যাওয়ে সিরিজে অসহায় আত্মসমর্পণ করে দেশে ফিরে কিউইরা। ২০১০ ও ২০১৩ সালের হোম সিরিজে ৯ ম্যাচের মধ্যে আটটি ওয়ানডেতেই (একটি পরিত্যক্ত) জয়োল্লাসে মাতে টাইগাররা।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: লুক রঞ্চি (উইকেটরক্ষক), টম ল্যাথাম (অধিনায়ক), জর্জ ওয়ার্কার, রস টেইলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, স্কট কোগলেলিজন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে/ ইশ সোদি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৭ মে, ২০১৭
এমএমএস