ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দলীয় দুইশ’র ঘরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ১৭, ২০১৭
দলীয় দুইশ’র ঘরে বাংলাদেশ ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইশ’ পেরিয়ে চ্যালেঞ্জিং স্কোরে চোখ রাখছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা অবধি দলীয় সংগ্রহ ৪২.৩ ওভার শেষে পাঁচ উইকেটে ২০২। মাহমুদউল্লাহ ৪১ ও মোসাদ্দেক হোসেন ৯ রানে ব্যাট করছেন।

অর্ধশতক হাঁকিয়ে জেমস নিশামের বলে লুক রনকির গ্লাভসে আটকা পড়েন মুশফিকুর রহিম (৫৫)। ১৮১ রানে পঞ্চম উইকেট হারায় টাইগাররা।

আউট হওয়ার আগে মাহমুদউল্লাহর সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন মুশফিক।

দলীয় ১৩২ রানে ইশ সোধির বলে মিড-অফে জেমস নিশামের ক্যাচবন্দি হয়ে সাজঘরে ফেরেন সাকিব অাল হাসান (৬)। তার আগে ২৫তম ওভারে সোধির প্রথম শিকারে পরিণত হন সৌম্য (৬১)। সুইপ করতে গিয়ে টম ল্যাথামের ক্যাচে পরিণত হন। মুশফিকের সঙ্গে তার পার্টনারশিপ থামে ৩৮ রানে।

তার আগে ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু এনে দেন সৌম্য ও তামিম ইকবাল। সাবলীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে অর্ধশতক তুলে নেন সৌম্য। ৭২ রানের মাথায় বিদায় নেন তামিম (৪২ বলে ২৩)। তামিমের পর মাত্র ১ রান করে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলেন সাব্বির রহমান।

ইনিংসের ১৬তম ওভারে জেমস নিশামের বলে কলিন মুনরোর হাতে ধরা পড়েন তামিম। পরের ওভারেই স্পিনার মিচেল স্যান্টনারের ডেলিভারিতে বোল্ড হয়ে হতাশায় ডোবেন সাব্বির।  

বুধবার (১৭ মে) ডাবলিনে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। বিদেশের মাটিতে ব্ল্যাক ক্যাপসদের প্রথমবারের মতো হারানোর লক্ষ্যে চোখ রাখছে টাইগাররা। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে তাসকিন আহমেদের জায়গায় একাদশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ১২ মে’র উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি মাশরাফি। দলকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। কিন্তু, বাংলাদেশের ব্যাটিং ইনিংস চলাকালীন বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ৩১.১ ওভার শেষে দলীয় সংগ্রহ ছিল চার উইকেটে ১৫৭। তামিম ইকবাল ৬৪ ও মাহমুহউল্লাহ রিয়াদ ৪৩ রানে অপরাজিত থাকেন।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে ৫১ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ম্যাচে তাদের সামনে বাংলাদেশ চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডের সবকটিতে হার মানে বাংলাদেশ। এবার আয়ারল্যান্ডের মাটিতে পাল্টা জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন টাইগাররা! চ্যাম্পিয়নস ট্রফি (১ জুন শুরু) সামনে রেখে ত্রিদেশীয় সিরিজটি যে খুবই গুরুত্বপূর্ণ। ২০১৯ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ জয় ভিন্ন কিছুই ভাবছে না টিম বাংলাদেশ। ত্রি-দেশীয় সিরিজ দিয়েই বিশ্বকাপে বাংলাদেশ!

ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে ২৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। জয়ের পাল্লাটা (২০) কিউইদের বেশি। তবে শেষ ১২ বারের দেখায় ৭ ম্যাচেই জয় তুলে নেয় বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে নিজেদের শেষ দু’টি অ্যাওয়ে সিরিজে অসহায় আত্মসমর্পণ করেই দেশে ফেরে ব্ল্যাক ক্যাপসরা। ২০১০ ও ২০১৩ সালের দু’টি হোম সিরিজে ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই (একটি পরিত্যক্ত) জয়োল্লাসে মাতে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি (উইকেটরক্ষক), নেইল ব্রুম, রস টেইলর, কলিন মুনরো, জেমস নিশাম, জর্জ ওয়ার্কার, সেথ রাঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, হামিশ বানেট।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১৭ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।