ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লিটনের দিনে বৃথাই গেল নাইমের সেঞ্চুরি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১৭
লিটনের দিনে বৃথাই গেল নাইমের সেঞ্চুরি লিটন দাসের সেঞ্চুরি উদযাপন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সেঞ্চুরি হাকিয়েও দলকে বাঁচাতে পারলেন না নাইম ইসলাম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে অপরাজিত ১২৩ রান করেও নিজ দল লিজেন্ডস অব রুপগঞ্জকে হেরে যেতে হলো ৪৯ রানে।

পারবেনই বা কি করে! তার আগেই ১০১ বলে ১৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে আবাহনীক ৩৩৩ রানের যে পাহাড়সম সংগ্রহ গড়ে দিয়েছেন লিটন দাস, তা টপকাতে গিয়ে ২৮৪ রানে অলআউট হয়ে গেছে ‘ছক্কা নাইমের’ রুপগঞ্জ।

বিকেএসপি’র চার নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামে আবাহনী।

ব্যাটিংয়ে নেমেই রুপগঞ্জ বোলারদের উপর চড়াও হন ওপেনার লিটন দাস। মারমার কাটকাট ব্যাটিংয়ে ৩৮ বলে অর্ধশতকের পর ৭৮টি বল খেলে তুলে নেন লিগের দ্বিতীয় শতক।

অবশ্য শেষ পর্যন্ত এই ধারালো ব্যাটিং অব্যাহত রাখতে পারেননি। ৩২.৩ ওভারে ব্যক্তিগত ১৩৬ রানে ফিরেছেন মোহাম্মদ শরীফের বলে হাসানুজ্জামানের হাতে ক্যাচ দিয়ে। আর এই রান তুলতে খেলেছেন ২০টি চার ও ৩টি ছক্কার মার।

আবাহনীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান করেছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। মূলত এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই সবক’টি উইকেট হারিয়ে ৩৩৩ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে আবাহনী। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ২০৭ রান তোলেন দু’জন।

রুপগঞ্জের হয়ে বল হাতে মোশাররফ রুবেল ৩টি, মাহমুদুল হাসান ২টি ও দেওয়ান সাব্বির নিয়েছেন ১টি উইকেট।

জবাবে জয়ের জন্য ৩৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় রুপগঞ্জ। এরপর চতুর্থ উইকেটে নাইম ইসলামের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি দলটির।

কেননা ১১৯ বলে নাইমের অপরাজিত ১২৩ রান ও মোশাররফ রুবেলের ৬৭ রানে ৬ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় লিজেন্ডস অব রুপগঞ্জ।

আবাহনীর হয়ে বল হাতে আবু জায়েদ রাহি ৩টি এবং মোহাম্মদ সাইফউদ্দিন, শুভাগত হোম ও সাকলাইন সজিব নিয়েছেন ১টি করে উইকেট।

এদিকে, বিকেএসপি’র তিন নম্বর মাঠে দিনের অপর ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারিয়ে লিগের প্রথম জয় তুলে নিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ১৭ মে, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।