২৩ ওভারে খুলনার দেয়া ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফারজানা আক্তার ও আয়শা আক্তারের ব্যাটে চড়ে ৫ উইকেটে, ২৩ ওভারে, ৮১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ফারজানা আক্তার সর্বোচ্চ ৩১ ও আয়শা আক্তার খেলেছেন দ্বিতীয় ২৪ রানের ইনিংস।
বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে খুলনা বিভাগ। আর ব্যাটিংয়ে নেমে শুকতারার অপরাজিত ৬৮ রানে, ২৩ ওভারে, ২ উইকেটে, ১১৫ রানের সংগ্রহ পায় খুলনা বিভাগ।
চট্টগ্রামের হয়ে বল হাতে সানজিদা আক্তার মেঘলা নিয়েছেন ১টি উইকেট। বাকি উইকেটটি এসেছে রানআউট থেকে।
এদিকে, রাহশাহীতে দিনের অপর ম্যাচে সিলেট বিভাগের কাছে ৪ উইকেটে হেরেছে ঢাকা বিভাগ।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১৬ মে, ২০১৭
এইচএল/এমআরএম