ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুকতারার অলরাউন্ড নৈপুণ্যে খুলনার শুভসূচনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ১৭, ২০১৭
শুকতারার অলরাউন্ড নৈপুণ্যে খুলনার শুভসূচনা আয়শা রহমান শুকতারা/ছবি: সংগৃহীত

আয়শা রহমান শুকতারার অলরাউন্ড নৈপুণ্যে ৮ম জাতীয় নারী ক্রিকেট লিগে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৩৪ রানে হারিয়ে শুভসূচনা করেছে খুলনা বিভাগ। ব্যাট হাতে অপরাজিত ৬৮ রানের পর বোলিংয়ে ৩টি উইকেট তুলে নেন শুকতারা।

২৩ ওভারে খুলনার দেয়া ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফারজানা আক্তার ও আয়শা আক্তারের ব্যাটে চড়ে ৫ উইকেটে, ২৩ ওভারে, ৮১ রান সংগ্রহ করে চট্টগ্রাম। ফারজানা আক্তার সর্বোচ্চ ৩১ ও আয়শা আক্তার খেলেছেন দ্বিতীয় ২৪ রানের ইনিংস।

খুলনার হয়ে বল হাতে শুকতারা একাই নিয়েছেন ৩টি উইকেট।

বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে খুলনা বিভাগ। আর ব্যাটিংয়ে নেমে শুকতারার অপরাজিত ৬৮ রানে, ২৩ ওভারে, ২ উইকেটে, ১১৫ রানের সংগ্রহ পায় খুলনা বিভাগ।

চট্টগ্রামের হয়ে বল হাতে সানজিদা আক্তার মেঘলা নিয়েছেন ১টি উইকেট। বাকি উইকেটটি এসেছে রানআউট থেকে।

এদিকে, রাহশাহীতে দিনের অপর ম্যাচে সিলেট বিভাগের কাছে ৪ উইকেটে হেরেছে ঢাকা বিভাগ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ১৬ মে, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।