ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ হলেন পাকিস্তানি অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
নিষিদ্ধ হলেন পাকিস্তানি অলরাউন্ডার ছবি: সংগৃহীত

পাকিস্তানের উঠতি তারকা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে সব ধরনের ক্রিকেট থেকে দুই মাসের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ১৬ মে থেকে তার নিষেধাজ্ঞার সময় শুরু হয়েছে।

পিসিবির দুর্নীতি-বিরোধী নিয়ম ভাঙায় নওয়াজকে নিষিদ্ধ করা হয়েছে। জানা যায়, স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তিনি এ ব্যাপারে বোর্ড কিংবা কর্তৃপক্ষকে জানাননি।

শুধু দুই মাসের নিষেধাজ্ঞাই নয়, নওয়াজকে ২ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও গুণতে হচ্ছে।

এক বিজ্ঞত্তিতে পিসিবি জানিয়েছে, নওয়াজের এই শাস্তি তিনি মেনে নিয়েছেন। তার বিরুদ্ধে আইন ভাঙার আর কোনো অভিযোগ না এলে এবং বোর্ডের দুর্নীতি-বিরোধী প্রোগ্রামে অংশ নিলে, এক মাস পরই তিনি ফিরতে পারবেন।

২৩ বছর বয়সী এই লেগ স্পিনার জানান, ‘আমি সত্যিই দুঃখিত। বুঝতে পারিনি এমন কিছু হবে। তবে, আমার বিরুদ্ধে বোর্ড যে শাস্তি নির্ধারণ করেছে, আমি তা মেনে নিচ্ছি। স্পট ফিক্সিংয়ের যে প্রস্তাব পেয়েছি, তা ফিরিয়ে দিয়েছিলাম। আমি জানতাম সেটা ক্রিকেটের সঙ্গে মানায় না, কিন্তু বোর্ডকে জানাতে পারিনি। ’

গত ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে নওয়াজের দিকে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। এ কারণে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পাকিস্তানের সাত ক্রিকেটারকে। তাদের মধ্যে ছিলেন নওয়াজও।

নওয়াজ পাকিস্তানের হয়ে তিনটি টেস্ট, ৯টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ১৮ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।