বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে প্রাইম ব্যাংক ২৭০ রান সংগ্রহ করে। জবাবে, ৪৯.৫ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে জামাল তোলে ২৭১ রান।
প্রাইমের ওপেনার ও দলপতি মেহেদি মারুফ ৬১, জাকির হাসান ৩৪ রান করেন। এসওয়ারান ৫৪, আল আমিন ৪২, আরিফুল হক ২১ আর আসিফ আহমেদ ৩১ রান করেন। শেখ জামালের পেসার শাহাদাত হোসেন রাজিব দুটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান জিয়াউর রহমান, সোহাগ গাজী এবং তারবীর হায়দার।
২৭১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেখ জামালের ওপেনার ফজলে মাহমুদ ৩৬ রান করলেও আরেক ওপেনার মাহবুবুল করিম ০ রানেই সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা প্রশান্ত চোপরা ৪৮ রান করেন। সোহাগ গাজীর ব্যাট থেকে আসে মূল্যবান ৫৪ রান। আরেক অলরাউন্ডার জিয়াউর রহমান করেন ৩৪ রান।
নিয়মিত অধিনায়ক আবদুর রাজ্জাকের ইনজুরিতে শেখ জামালকে নেতৃত্ব দেওয়া রাজিন সালেহ ৭ রানে বিদায় নেন।
দলীয় ২০১ রানে সপ্তম উইকেট হারানোর পর জুটি গড়েন ইলিয়াস সানি আর উইকেটরক্ষক মাহমুদুল হক। ইলিয়াস সানি বিদায় নেন দলীয় ২৬৫ রানের মাথায়। শেষ ওভারে আউট হওয়ার আগে সানি ৪৭ বলে করেন ৪৪ রান। মাহমুদুল হক ২৩ বলে ২৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১ রানে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন।
প্রাইমের আরিফুল হক চারটি উইকেট দখল করেন। একটি করে উইকেট পান আল আমিন হোসেন, নাজমুল ইসলাম, তাইবুর রহমান আর সালমান হোসেন। ম্যাচের গুরুত্ব আর পরিস্থিতি বিবেচনায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইলিয়াস সানি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১৮ মে ২০১৭
এমআরপি