ওয়ানডেতে সর্বোচ্চ ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ৪৪ ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকা। ১১৮ রেটিং নিয়ে দুইয়ে ৪৬ ম্যাচ খেলা অস্ট্রেলিয়া।
এদিকে, ওয়ানডেতে বাংলাদেশের ওপরে শ্রীলঙ্কা। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ৪৬ ম্যাচ খেলা লঙ্কানদের অবস্থান ছয় নম্বরে। আর সাতে থাকা টাইগারদের সংগ্রহ ৯০ পয়েন্ট। লাল-সবুজের জার্সিধারীরা খেলেছে মাত্র ২৬টি ওয়ানডে। মাশরাফি-তামিম-মুশফিক-সাকিবদের পেছনে থেকে ৮৮ রেটিং নিয়ে আট নম্বরে পাকিস্তান।
ওয়ানডেতে নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়া ক্যারিবীয়ানদের সংগ্রহ ৭৯ রেটিং পয়েন্ট। আর শীর্ষ দশ নম্বরে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫২। আফগানদের ম্যাচেও সংখ্যা বাংলাদেশের থেকে ২ বেশি (২৮টি)।
শীর্ষ দশ দলে থাকা একমাত্র বাংলাদেশই সবথেকে কম ম্যাচ খেলেছে।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ১৮ মে ২০১৭
এমআরপি