দু’দিন আগে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচটিতে নিষ্প্রভ ছিলেন উঠতি অলরাউন্ডার মিরাজ। ব্যাট হাতে ৬ রানে আউট হওয়ার পর বোলিংয়ে ৮ ওভারে ৪৫ রানের বিনিময়ে উইকেটশূন্য থাকেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচে ২১২টি উইকেট নিয়েছেন সাঞ্জামুল। ইকোনমি রেট ৩.২৪। ব্যাটিংয়েও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম তিনি। ২৩.৩৬ গড়ে তার ব্যাট থেকে আসে ১৭০৬ রান। পাঁচটি অর্ধশতকের পাশাপাশি একটি সেঞ্চুরির মালিক তিনি।
এবার জাতীয় দলে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ। টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে নিশ্চয়ই মুখিয়ে আছেন সাঞ্জামুল ইসলাম।
ত্রিদেশীয় সিরিজে ঘুরে দাঁড়াতে জয় ভিন্ন কিছুই ভাবছে টাইগাররা। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি (১২ মে) বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৯ মে, ২০১৭
এমআরএম