বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে কলকাতা ১৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে তোলে মাত্র ১০৭ রান। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতার বিপক্ষে ৩৩ বল হাতে রেখে মাত্র ১৪.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বাই।
ব্যাটিংয়ে নেমে কলকাতার ওপেনার ক্রিস লিন ৪ আর সুনীল নারাইন ১০ রানে বিদায় নেন। দলপতি গৌতম গম্ভীর করেন ১২ রান। রবিন উথাপ্পা ফেরেন ১ রানে। ২৮ রান করেন ইশাঙ্কা জাগ্গি। কলিন ডি গ্রান্ডহোম ০ রানে বিদায় নিলেও ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন সূর্যকুমার যাদব। আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি।
মুম্বাইয়ের হয়ে ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় চারটি উইকেট তুলে নেন কার্ন শর্মা। ৩ ওভারে ৭ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। মিচেল জনসন দুটি আর লাসিথ মালিঙ্গা একটি উইকেট দখল করেন।
১০৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ের ওপেনার লিন্ডল সিমন্স ৩ আর পার্থিব প্যাটেল ১৪ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা আমবাতি রাইডু করেন ৬ রান। দলপতি রোহিত শর্মার ব্যাট থেকে আসে ২৬ রান। ক্রুনাল পান্ডে ৩০ বলে ৪২ রানে আর কাইরন পোলার্ড ৯ রানে অপরাজিত থাকেন।
কলকাতার হয়ে পিযুস চাওলা দুটি আর উমেস যাদব, কোল্টার নেইল একটি করে উইকেট তুলে নেন।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ১৯ মে ২০১৭
এমআরপি