পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজার রান করার গৌরব অর্জন করেছেন রিয়াদ। ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় পেতে অসামান্য ভূমিকা রেখেছেন ৩১ বছর বয়সী মাহমুদউল্লাহ।
কিউইদের বিপক্ষে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলার পথে পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৩ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের আগে ৩ হাজারি ক্লাবে ঢোকার অভিজ্ঞতা পেয়েছেন চার বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন, বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
বাংলাদেশ দলের নির্ভযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে সময় নিয়েছেন ১৪১ ম্যাচ। এদিন ক্যারিয়ারে ২ হাজার ৯৭২ রান নিয়ে শুরু করেছিলেন তিনি। এখন পর্যন্ত ওয়ানডে তার গড় ৩৩.৯১।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৫ মে, ২০১৭
এমএমএস