বাড়তে পারে বিপিএলের ভেন্যুর সংখ্যাও। ঢাকা ও চট্টগ্রামের পর সিলেট হয়তো তৃতীয় ভেন্যু হিসেবে নাম লেখাবে।
এদিকে গত আসর দিয়ে আবারো বিপিএলে ফিরেছিল খুলনা। আর আগামী দুই আসরের জন্য দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে।
শুক্রবার এমনটি নিশ্চিত করেন খুলনা টাইটান্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী এনাম আহমেদ। তিনি জানান, মাহেলার উপস্থিতি দলের ক্রিকেটারদের অনেক সহয়তা করবে।
এ প্রসঙ্গে এনাম বলেন, ‘আগামী দুই আসরের জন্য মাহেলা জয়াবর্ধনকে প্রধান কোচ হিসেবে পেয়ে আমারা উচ্ছ্বাসিত। শ্রীলঙ্কার হয়ে অনেক টুর্নামেন্ট জয়ের রেকর্ড রয়েছে তার। আমি নিশ্চিত করে বলতে পারি তার উপস্থিতিতে আমাদের ক্রিকেটাররা অনেক কিছুই শিখতে পারবে। ’
বিপিএলের গত আসরে খুলনা টাইটান্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন স্টুয়ার্ট ল। তবে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়াতে বিপিএলের আসন্ন আসরে তার বদলি মাহেলাকে নিয়োগ দিয়েছে খুলনা টাইটান্স।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২৬ মে, ২০১৭
এমএমএস