ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে ক্রিকেটে ৩’শ করে রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ২৮, ২০১৭
ওয়ানডে ক্রিকেটে ৩’শ করে রেকর্ড বিলাল ইরশাদ-ছবি:সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটার বিলাল ইরশাদ ইতিহাসের খাতায় নাম লেখালেন। চ্যাম্পিয়নস ট্রফির জন্য সবার চোখ যখন জাতীয় দলের ওপর তখন প্রায় নিঃশব্দেই এই কীর্তি গড়লেন করলেন বিলাল। একদিনের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ রানের মাইলফলক পার করলেন তিনি।

গত শুক্রবার ফজল মেহমুদ ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে মুখোমুখি হয় পাকিস্তানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল শাহিদ  আলম বাক্স ক্রিকেট ক্লাব এবং আল রেহমান ক্রিকেট ক্লাব। শাহিদ আলমের হয়ে প্রতিনিধিত্ব করেন পাক ক্রিকেটের উদিয়মান এই তারকা।

মাত্র ১৭৫ বলে ৩২০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

নতুন প্রতিভাদের তুলে আনতে প্রতি বছর ৯৮টি জেলাকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৪২টি বাউন্ডারি এবং ৯টি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ছিল ২৬ বছর বয়সি বিলালের এই ইনিংস। বিলালের এই অনবদ্য ইনিংসের ওপর ভর করেই ৫০ ওভারে ৫৫৬ রান তোলে তার ক্লাব। জবাবে ১৪৫ রানে শেষ হয়ে যায় আল রেহমান ক্রিকেট ক্লাব।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ২৮ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।