পাকিস্তানের পেসার জুনায়েদ খান জানিয়েছেন, ভারতের তিন ফরমেটের দলপতি বিরাট কোহলি তার বল নাকি মোকাবেলাই করতে পারেন না।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের মিশন।
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত কোহলিকে খোঁচা দিতে অতীত পরিসংখ্যান তুলে এনেছেন পাকিস্তানি পেসার জুনায়েদ, ‘মুখোমুখি দেখায় গত চার ম্যাচের তিনবারই কোহলিকে আমি আউট করেছি। সে অসাধারণ ব্যাটসম্যান। কিন্তু আমার বিপক্ষে সে সফল নয়, বরাবরই ব্যর্থ। ’
চার ম্যাচে জুনায়েদের ২২ বল খেলে কোহলি মাত্র ২ রান করেছিলেন। যার ২১টি বলেই কোনো রান নিতে পারেননি কোহলি।
জুনায়েদ যোগ করেন, ‘এবারো আমি কোহলির উইকেট নেব। ভারতের মাটিতে তার সমর্থকের সামনে আমি কোহলিকে বল করেছি। সেখানেও সে আমার বিপক্ষে ব্যর্থ ছিল। এবার ইংল্যান্ডে আমার বল খেলতে হবে। কোহলিকে নিয়ে তাই আমি কোনো চিন্তাই করছি না। কারণ এখানে পাকিস্তানের প্রচুর সমর্থক রয়েছে। আমি যখন তার সামনে আসবো, তাকে সেই আগের কোহলি বলেই ভাববো। ’
কোহলিকে তাতিয়ে দিতে ২৭ বছর বয়সী জুনায়েদ অতীত পরিসংখ্যানের দিকে তাকিয়ে আরও যোগ করেন, ‘তবে, আমার ধারণা ভুলও হতে পারে। আমি মনে করি, যখন আমরা মুখোমুখি হবো তখন উল্টো কোহলি আমাকে নিয়েই ভাববে। সে ভাববে এই তো সেই জুনায়েদ, যে কয়েকবার আমার উইকেট নিয়েছিল। এই জিনিসটিই তাকে আমার বিরুদ্ধে রক্ষণাত্মক করে দেবে এবং তার উইকেট হারাতে হবে। সে অন্য বোলারদের বাউন্ডারির বাইরে আছড়ে ফেলতে পারে, কিন্তু আমি তাকে আগের মতোই বল করবো। আমি নিজের সুইং নিয়ে কাজ করেছি। আর এটাই হবে আমার সেরা অস্ত্র। কোহলি যদি ভারতের সেরা অস্ত্র না হয়, তাহলে ভিডিও দেখে অন্য ব্যাটসম্যানদের শিকারের অপেক্ষায় থাকবো। ’
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ২৯ মে ২০১৭
এমআরপি