একটি প্রস্তুতি ম্যাচকে যেভাবে দেখা দরকার, এ ম্যাচটিকেও ঠিক সেভাবেই দেখছেন তামিম।
‘এ ম্যাচটি বাড়তি কিছুই না।
সোমবার (২৯ মে) লন্ডনের ওভালে গণমাধ্যমকে এসব কথা বলেন তামিম ইকবাল।
প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হল- এই ম্যাচ থেকে কে কি নিয়ে আসছেন। যেমন, মাশরাফি ভাই (মাশরাফি বিন মর্তুজা) যদি তার কাজটি করতে পারেন, আর ব্যাটসম্যানরা যদি তাদের পরিকল্পনা অনুসারে খেলতে পারেন, সেটি তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়াবে। মুলত এ জিনিসগুলোই আমাদের দরকার’।
গণমাধ্যমকর্মীরা তামিমের কাছে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটিতে হেরে যাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ম্যাচটি আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। আমি সব সময়ই বলি যে, আমাদের ছোট ছোট ভুলগুলো ঠিক করতে হবে। সেটি না হলে সামনের ম্যাচগুলোও হারতে হবে’।
পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯৩ বলে তামিম খেলেছিলেন ১০২ রানের ঝলমলে এক ইনিংস। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচসহ মূল পর্বের ম্যাচগুলোতেও এমন ব্যাটিং ধার অব্যাহত রাখতে চাইছেন তিনি।
‘অবশ্যই ধরে রাখতে চাই। এই কন্ডিশনে এমন একটি শুরু করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই কন্ডিশনে ওপেনার থেকে শুরু করে টপ অর্ডারের প্রথম চারজন দ্রুত আউট হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন এমন শুরুটা পাওয়া যাবে, তখন দলের ও নিজের জন্য ইনিংসটা বড় করার আশাই জাগে। আমিও তেমন কিছুই চাইবো’।
মঙ্গলবার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
স্থানীয় সময়: ০০৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
এইচএল/এএসআর