কাগিসো রাবাদার বোলিং তাণ্ডবে ২০ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড! জনি বেয়ারস্টোর (৫১) ফিফটি ও টেলএন্ডার টবি রোল্যান্ড জোনসের অপরাজিত ৩৭ রানে লজ্জা এড়ায় স্বাগতিকরা। আট নম্বরে নামা ডেভিড উইলি করেন ২৬।
রাবাদা চারটি উইকেট দখল করেন। তিনটি করে নেন ওয়েন পারনেল ও স্পিনার কেশব মহারাজ।
মামুলি লক্ষ্যটা সাত উইকেট ও ২১.১ ওভার হাতে রেখে টপকে যায় সফরকারীরা। ওপেনিং জুটিতে ৯৫ রান তোলেন হাশিম আমলা (৫৫) ও কুইন্টন ডি কক (৩৪)। ডেপি ডুমিনি ২৮ ও এবি ডি ভিলিয়ার্স ২৭ রানে অপরাজিত থাকেন।
এর আগে জেতা ম্যাচ হাতছাড়া করে সিরিজ খোয়ায় ‘চোকার’ খ্যাত প্রোটিয়ারা। পাঁচ উইকেট হাতে রেখে শেষ ওভারে ৭ রান নিতে পারেননি দুই সেট ব্যাটসম্যান ক্রিস মরিস ও ডেভিড মিলার। লর্ডসে সিরিজের শেষ ম্যাচে সাত উইকেটে দাপুটে জয়ে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ রাখছেন আমলা-ডি ভিলিয়ার্সরা।
স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির আগমুহূর্তে মরগানদের এমন অসহায় আত্মসমর্পণ কাম্য ছিল না সমর্থকদের। ইংলিশদের সামনে এবার ছন্দে থাকা বাংলাদেশ। ১ জুন (বৃহস্পতিবার) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দু’দল। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমআরএম