তামিমের চোখে, নিজেকে ফিরে পেতে ১৭৩টি ওয়ানডে খেলা সাকিবের একটি ইনিংসই যথেষ্ট, ‘সাকিব হয়তো এ মুহূর্তে নিজের সেরা ফর্মে নেই। কিন্তু আমি জানি এটা একটা ইনিংসের ব্যাপার মাত্র এবং সেও এটি ভালো করেই জানে।
বোঝাই যাচ্ছে, সাকিবের ফর্ম নিয়ে অতটা চিন্তিত নন তামিম। নিজে কিন্তু ঠিকই ফর্মের তুঙ্গে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সাফল্যের জন্য ব্যাটিংয়ে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবেন দেশসেরা ওপেনার। সবশেষ পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হাঁকান সেঞ্চুরি। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও তামিমের ব্যাট ছিল ধারাবাহিক। যেখানে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাংকিংয়ের ছয় নম্বরে ওঠার গৌরব অর্জন করে টিম বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে হলে সিনিয়র খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন তামিম, ‘আমি সব সময়ই বলে আসছি, দলে সিনিয়র খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিৎ। আমি এখন ভালো ছন্দে আছি, রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইও তাই। মুশফিক (মুশফিকুর রহিম) ভাইও ভালো খেলছেন। কিন্তু আমাদের এটিও মেনে নিতে হবে একই সময়ে সবাই হয়তো ভালো খেলবে না। গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনি যদি ফর্মে থাকেন অবশ্যই তা ধরে রাখতে হবে এবং দায়িত্ব শেষ করে আসতে হবে। ’
আগামী ১ জুন (বৃহস্পতিবার) উদ্বোধনী ম্যাচেই ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। লন্ডনের কেনিংটন ওভালে হাইভোল্টেজ ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ‘এ’ গ্রুপের বাকি দু্ই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমআরএম