ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, মে ৩০, ২০১৭
পাকিস্তানের বিপক্ষে খেলবে না ভারত ছবি:সংগৃহীত

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ ফের অনিশ্চিত। দুবাইয়ে ভারত ও পাকিস্তান দুই ক্রিকেট বোর্ডের বৈঠকে কোনও সমাধান আসেনি। ভারত সরকারের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এমনই বিবৃতি দিয়েছেন, যার পরে আপাতত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের কোনো সম্ভাবনাই অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে না। 

এদিন দুবাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা জানিয়ে দেন, যতক্ষণ না কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে, ততক্ষণ দ্বিপাক্ষিক সিরিজ হবে না। তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গলায়ে বলেন, যতদিন না হিংসাত্মক ঘটনা বন্ধ হচ্ছে ততদিন ভারত বনাম পাকিস্তান ক্রিকেট সিরিজ হবে না।

বিজয় আরও জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হতে পারে না যতক্ষণ না সীমান্ত-সন্ত্রাস বন্ধ হচ্ছে। তবে আইসিসি বা অন্য কোনো বৈশ্বিক টুর্নামেন্টে যদি দুই দেশ খেলে তা হলে আপত্তি নেই।

দুবাইয়ের বৈঠকে এ দিন পাকিস্তান বোর্ডের তরফে বলা হয়েছিল ২০১৫ থেকে ২০২৩ এই আট বছরে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দু’দেশের মধ্যে। ভারতীয় বোর্ডের তরফে বলা হয়, সংশ্লিষ্ট কাগজপত্র পাকিস্কান বোর্ডের তরফে দ্বিপাক্ষিক সিরিজের অনুমতির আবেদন জানিয়ে পাঠানো পত্র। সেটি কোনও চুক্তিপত্র নয়।

তবে এদিন দুবাইয়ের বৈঠকে কোনো ফল না হলেও চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন বার্মিংহামে ফের আলোচনায় বসবে দু’দেশের বোর্ড।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।