ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথমবার ওডিআই শীর্ষ বোলার রাবাদা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৭
প্রথমবার ওডিআই শীর্ষ বোলার রাবাদা প্রথমবার ওডিআই শীর্ষ বোলার রাবাদা-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে দুর্দান্ত পারর্ফম করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডের শীর্ষ বোলারের মর্যাদা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

রাবাদা পেছনে ফেলেন তারই স্বদেশী স্পিনার ইমরান তাহিরকে। এবারের তালিকায় চার ধাপ এগিয়েছেন তরুণ তারকা রাবাদা।

ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দারুণ বোলিং করেন রাবাদা। তুলে নেন চারটি উইকেট। আর ম্যাচও জিতে নেয় প্রোটিয়ারা। তবে সিরিজটি ২-১ ব্যবধানে খুঁইয়ে মূল্যবান একটি পয়েন্ট নষ্ট করে দ. আফ্রিকা।  

র‌্যাংকিংয়ে প্রোটিয়ারা ১২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে। পরিবর্তন হয়নি শীর্ষ দশে অন্য কোনো দলের। তবে সিরিজ জেতার ফলে পাঁচ নম্বরে থাকা ইংলিশ শিবিরে দুই পয়েন্ট যোগ হয়েছে।

এদিকে রাবাদার জাতীয় দল সতীর্থ ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ব্যাটিং র‌্যাংকিংয়ে নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। তবে একই দলের সদস্য কুইন্টন ডি কক দুই ধাপ এগিয়ে চার নম্বর চলে এসেছেন। শীর্ষ দশে ঢুকেছেন হাশিম আমলা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলার র‌্যাংকিংয়ে একধাপ উন্নতিতে নয় নম্বরে চলে এসেছেন। এছাড়া অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষেই আছেন তিনি।

র‌্যাংকিংয়ে শীর্ষ ১০ দল:
১। দক্ষিণ আফ্রিকা ২। অস্ট্রেলিয়া ৩। ভারত ৪। নিউজিল্যান্ড ৫। ইংল্যান্ড ৬। বাংলাদেশ ৭। শ্রীলঙ্কা ৮। পাকিস্তান ৯। ওয়েস্ট ইন্ডিজ ১০। আফগানিস্তান।

র‌্যাংকিংয়ে শীর্ষ ১০ ব্যাটসম্যান:
এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, কুইন্টন ‍ডি কক, জো রুট, ফাফ ডু প্লেসিস, বাবর আজম, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, হাশিম আমলা।

র‌্যাংকিংয়ে শীর্ষ ১০ বোলার:
কাগিসো রাবাদা, ইমরান তাহির, মিচেল স্টার্ক, সুনিল নারিন, জস হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস, মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, মিচেল স্যান্টনার।

র‌্যাংকিংয়ে শীর্ষ ৫ অলরাউন্ডার:
সাকিব আল হাসান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নবী, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, জেমস ফকনার।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।