মূল আসরের আগে প্রস্ততি ম্যাচে এমন বড় ব্যবধানে হার, যে কোন দলের আত্মবিশ্বাসে ঘুণ ধরার কথা। তবে এমন হারের পরও টাইগার পেসার তাসকিন আহমেদ এতটুকু আত্মবিশ্বাস হারাচ্ছেন না।
তাসকিন বলেন, ‘না, এতে আত্মবিশ্বাস কমবে না। আমরা শেষ কয়েকটি ম্যাচ ভাল খেলেছি। এটা অনুশীলন ম্যাচ ছিল। আমরা চেষ্টা করেছি। সামনের ম্যাচগুলোতে এই ম্যাচের ভুলগুলো সংশোধন করে সবাই ভাল করার। ’
শুধু তিনিই নন, পুরো টাইগার শিবিরও নাকি মূল পর্বে ভাল করতে বেশ আত্মবিশ্বাসী জানান তিনি।
মঙ্গলবার (৩০ মে) ওভালের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ একথা বলেন।
চ্যাম্পিয়নস দুই প্রস্তুতি ম্যাচেই বল হাতে মোটেও ভাল যায়নি তাসকিনের। প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ৯ ওভার বল করে ৮০ রান দিয়ে ১ টি উইকেটের দেখা পায়। ভারতের বিপক্ষে ৬ ওভারের বিনিময়ে ৪৫ রান দিয়ে কোন উইকেটের দেখা পাননি টাইগার স্পিডস্টার।
এমন পারফরমেন্স সত্তেও হাল ছাড়তে চাইছেন না তাসকিন। মূল পর্ব দিয়েই আবার ছন্দে ফিরার আশা এই পেসারের। বলেন, ‘শেষ দুইটা ম্যাচ ভাল করতে পারিনি। তবে মূল পর্বে চেষ্টা করবো নিজের ভুলগুলো সংশোধন করে ছন্দে ফেরার। ’
১ জুন কেনিংটন ওভালে চ্যাম্পিয়নস মূল পর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
স্থানীয় সময়: ০২০৯ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এইচএল/এমসি