ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দল ঘুরে দাঁড়ানোর বিশ্বাস মিরাজের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মে ৩০, ২০১৭
দল ঘুরে দাঁড়ানোর বিশ্বাস মিরাজের মেহেদি হাসান মিরাজ

লন্ডন, ওভাল থেকে: প্রস্ততি ম্যাচে ভারতের বিপক্ষে ৮৪ রানে অলআউট ও ২৪০ রানে বড় হারের পরও ঘুরে দাড়ানো প্রত্যয় ব্যক্ত করলেন মেহেদি হাসান মিরাজ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অনেকটাই স্বাভাবিক ছিলেন মিরাজ। প্রস্তুতি ম্যাচে খারাপ ফল মূল পর্বে প্রভাব ফেলবে না, সতীর্থরা ঠিকই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার।

 

মিরাজ বলেন, ‘আসলে আজকের দিনটি আমাদের খারাপ গিয়েছে। আমার কাছে এটা ইতিবাচক, কারণ যা যাওয়ার প্র্র্যাকটিস ম্যাচের ওপর দিয়েই গেছে। সামনে আসল খেলা, বড় ম্যাচ। আশা করছি,  মূল পর্বে ঘুরে দাঁড়াবো। ’

মঙ্গলবার (৩০ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে এমন সহজ-সরল স্বীকারোক্তি দেন মিরাজ। বড় হারের পর ড্রেসিং রুমের অবস্থা জানতে চাইলে-তিনি জানান, সবার ভেতরেই আত্মবিশ্বাস আছে। মূল আসরে এ রকম হবে না। সবাই আত্মবিশ্বাসী আছে। ’

ভারতের বোলিং তোপে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেখানে ব্যাট হাতেই দাঁড়াতে পরেন নি, সেখানে মিরাজই একমাত্র ব্যাটসম্যান যিনি কিছুক্ষণ ব্যাটিংয়ে থেকে সংগ্রহ করেন ২৪ রান।


খারাপ সময় একটি দলের যেতেই পারে জানিয়ে ১ জুন থেকে শুরু হওয়া মূল পর্বে তার দল হুঙ্কার ছাড়বে বলেও আগাম সতর্কতা দিলেন এই ম্পিনার।   

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এইচএল/এমসি/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।