ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নাম্বার থ্রি’র গুরুত্ব বুঝতে হবে সাব্বিরকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, মে ৩১, ২০১৭
নাম্বার থ্রি’র গুরুত্ব বুঝতে হবে সাব্বিরকে সাব্বির রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ওয়ানডাউন ব্যাটসম্যানদের ওপর দায়িত্বভার থাকে বেশি। রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংরা তিন নম্বরে ব্যাট করেই নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বর্তমানে ভারতের ব্যাটিং লাইনআপে সেই কাজটিই করে যাচ্ছেন বিরাট কোহলি। বাংলাদেশ দলের ওয়ানডাউন ব্যাটসম্যান সাব্বির রহমান। আস্থার প্রতিদান কতটা দিতে পারছেন সাব্বির?

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে (০, ১) নিজের ছায়া হয়ে ছিলেন। পরের দু’টিতে ৩৫ ও ৬৫ রানের ইনিংসে কিছুটা ছন্দ খুঁজে পান সাব্বির।

পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেননি।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ (১ জুন) সামনে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে একাদশে ফেরেন সাব্বির। রানের খাতা না খুলেই ফেরেন সাজঘরে। সাব্বিরের মতোই ব্যর্থ টিম বাংলাদেশ। পাকিস্তান ম্যাচে যারা ৩৪১ করলো তারাই কিনা ৮৪ রানে অলআউট! প্রস্তুতি ম্যাচে এ কোন বাংলাদেশ!

ভারত ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। রানে ফিরতে চোখ রাখছেন ব্যাটসম্যানরা। বিশেষ করে ৩৯টি ওয়ানডে খেলা সাব্বিরের কথা আলাদাভাবে বলতেই হচ্ছে। তিন নম্বরে ব্যাট করার গুরুত্বটা যে তাকে বুঝতে হবে! ওয়ানডেতে এ পজিশনে ১২ ম্যাচে তার রান ২৮.৯১ গড়ে ৩৪৭।

বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর বিশ্বাস, সাব্বিরের সময়টা ভালো যাচ্ছে না। তার মতে তিন নম্বরে ব্যাটিং করার গুরুত্ব কতটা সেটি বোঝা প্রয়োজন, ‘টিমের জন্য সাব্বির যে পজিশনে ব্যাট করে ওই উইকেটটি খুবই গুরুত্বপূর্ণ। ভিভ রিচার্ডস, অরভিন্দ ডি সিলভা, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানদের তিন নম্বরে ব্যাটিং করানো হতো। এখন বিরাট কোহলি এটি করছেন। তাই সাব্বিরকে তার দায়িত্বটা বোঝা উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ৩১ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।