ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দশে মাশরাফি-সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মে ৩১, ২০১৭
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা দশে মাশরাফি-সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসরের। বৃহস্পতিবার (১ জুন) মাঠে নামবে এই দুই দল। আট দলের অংশগ্রহণে ক্রিকেট যুদ্ধের এই মহারণে বোলিংয়ে আলো ছড়াবেন কারা?

এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইট সম্ভাব্য ১০ জনের তালিকা তৈরি করেছে। তালিকার সেরা দশজনের মধ্যে বাংলাদেশের দুই বোলার জায়গা পেয়েছেন।

টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং দলপতি মাশরাফি বিন মর্তুজা এই তালিকায় রয়েছেন।

সাত নম্বরে রয়েছেন সাকিব আর মাশরাফির অবস্থান দশে।

সবশেষ আইসিসির প্রকাশিত ওয়ানডে বোলারের তালিকায় ৯ নম্বরে সাকিব থাকলেও মাশরাফির অবস্থান ১৪ নম্বরে। ক্রিকেট অস্ট্রেলিয়া আলো ছড়ানো সম্ভাব্য সেরা দশে মাশরাফিকে রাখার পেছনে যুক্তি দেখিয়েছে। তারা লিখেছে, ‘বাংলাদেশের এই অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নতুন বলেও দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়। দীর্ঘদেহী মাশরাফি প্রাণহীন উইকেটেও বাউন্স আদায় করতে পারেন। আর নিয়মিত টপ অর্ডারের উইকেট নেওয়ার সামর্থ্যও আছে তার। ’

১৭৫ ওয়ানডে খেলে মাশরাফির নামের পাশে রয়েছে ২৩০ উইকেট। ২৬ রানের বিনিময়ে ইনিংসে ৬ উইকেট তার সেরা বোলিং ফিগার।

সাত নম্বরে থাকা সাকিবকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, ‘সম্ভবত সাকিব বাংলাদেশের সেরা খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার হিসেবে খেলবেন। বামহাতি অর্থাডক্স স্পিনার হিসেবে মিডল ওভারে সাকিব ভালো বল করে। আর ব্যাট হাতে দুর্দান্ত সাকিব বলকে সীমানা ছাড়া করতে পারে। সে বাংলাদেশের হৃদয়। যদি সাকিব ভালো করে তাহলে পুরো দলই ভালো করে। ’

মাশরাফির থেকে দুটি ম্যাচ কম খেলা সাকিব ওয়ানডেতে উইকেট নিয়েছেন ২২৪টি। ৪৭ রানের বিনিময়ে ইনিংসে ৫ উইকেট তুলে নেওয়ার কীর্তি আছে সাকিবের।

এই তালিকায় থাকা বোলাররা হলেন:
১। ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)
২। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
৩। ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
৪। কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
৫। জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)
৬। ক্রিস ওকস (ইংল্যান্ড)
৭। সাকিব আল হাসান (বাংলাদেশ)
৮। মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) 
৯। আদিল রশিদ (ইংল্যান্ড) ও
১০। মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ৩১ মে ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।