ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডকে আরেকবার হারাতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মে ৩১, ২০১৭
ইংল্যান্ডকে আরেকবার হারাতে চায় বাংলাদেশ ছবি:সংগৃহীত

প্রস্তুতি ম্যাচের শেষটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের বিপক্ষে বড় ব্যবধানের হার। তবে আসছে মূল টুর্নামেন্টে আত্মবিশ্বাসটা একটুও কমেনি টাইগারদের। আর উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ যেখানে ইংল্যান্ড, সেখানে আরও বেশি আশাবাদি মাশরাফি ও তার দল। হোক না দলটি স্বাগতিক।

আগামীকাল (১ জুন, বৃহস্পতিবার) দ্য ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় গ্রুপ ‘এ’ থেকে মুখোমুখি হবে ইংল্যান্ড ও বাংলাদেশ।

ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের সুখস্মৃতি অনেক।

সর্বশেষ বড় উত্তেজনাটি ছড়ায় গত ২০১৫ বিশ্বকাপে। যেখানে ক্রিকেটের জনকদের ১৫ রানে হারিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় করে দিয়েছিল টাইগাররা। এছাড়া গত বছর ঘরের মাঠে ইয়ন মরগান বাহিনীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই করে সাকিব-তামিমরা।

ইংল্যান্ডকে আবার তাদেরই মাটিতে হারানোর দৃষ্টান্ত আছে বাংলাদেশের। ২০১০ সালে সেবার ব্রিস্টলে প্রথমবারের মতো দলটির বিপক্ষে জয় পায় লাল-সবুজরা। এছাড়া পরের বছরই ২০১১ বিশ্বকাপে গ্রুপ পর্বে জয় দেখে টাইগাররা।

এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দারুণই করেছে বলতে হবে। আসরের অন্য দল শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাসে প্রথমবার ওডিআই শীর্ষ ছয় দলের মর্যাদা পেয়েছে। পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

র‌্যাংকিংয়ে ইংল্যান্ড অবশ্য বাংলাদেশ থেকে মাত্র এক ধাপই এগিয়ে আছে। ফলে প্রতিপক্ষরাও বাংলাদেশকে হুমকি মনে করছে। আর বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মনে করেন ইংলিশদের হারানো সম্ভব, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা শেষ কয়েকটি ম্যাচে ভালো করেছি। সুতরাং আমরা আত্মবিশ্বাসী। ’

আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাতুরুসিংহেও, ‘পূর্বে যা হয়েছে তা অবশ্যই আমাদের আত্মবিশ্বাসে যোগ হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে ছাড়া আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। আমরা আশাবাদি। ’

এদিকে ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচ না খেললেও ঘরের মাঠেই তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যই ওয়ানডে সিরিজ শেষ করেছে। তবে সিরিজ জিতলেও শেষ ম্যাচটি মোটেও ভালো হয়নি দলটির। বাংলাদেশ ভারতের বিপক্ষে ২২ রানে ছয় উইকেট হারিয়েছে, তেমনি ইংল্যান্ডও প্রোটিয়াদের বিপক্ষে ২০ রানে ছয় উইকেট হারিয়ে বাজে পরিস্থিতিতে পড়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ৩১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।