ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ৩১, ২০১৭
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে বাংলাদেশ! পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল-ছবি:সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যদি সেমিফাইনাল পর্যন্ত যায় তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। কেননা এই টুর্নমেন্টে টাইগাররা ওডিআইর শীর্ষ ছয় নম্বর দল হিসেবেই অংশগ্রহণ করছে। আর গ্রুপ ‘এ’তে অন্যান্য দেশের ক্রিকেটারদের থেকে ম্যাচ খেলার দিক দিয়ে অভিজ্ঞতায় বাংলাদেশই এগিয়ে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত এবারের আসরে বিশ্বের সেরা আটটি দলই অংশগ্রহণ করছে। ১ জুন স্বাগতিকদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠের লড়াইয়ে নামছে বাংলাদেশ।

ওভাল, এজবাস্টন ও কার্ডিফে এবারের আসরের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

‘এ’ গ্রুপে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। অপরদিকে গ্রুপ ‘বি’তে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

যুক্তরাজ্যের অনলাইন পোর্টাল ডেইলি মেইল চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে প্রতিটি দল নিয়ে আলাদাভাবে বিশ্লেষণ করেছে। যেখানে আসরের শেষ চারে যাওয়ার যোগ্যতা রয়েছে টাইগারদের এমনটি জানানো হয়েছে।

বাংলাদেশ প্রসঙ্গে সেখানে বলা হয়, ‘বিশ্বমঞ্চে দুর্বল বলতে কিছু নেই। গ্রুপ ‘এ’তে থাকা তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে বাংলাদেশ ক’দিন আগেই ডাবলিনে হারিয়েছে। ঘরের মাঠের টার্নিং উইকেট ছাড়াও যে তারা ভালো খেলে তার প্রমাণ দিয়েছে।

দলের সেরা দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব সম্পর্কে বলা হয়, তামিম বাংলাদেশের বিস্ফোরক ও অভিজ্ঞ একজন ওপেনার। আর টেস্ট ও ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।  

টাইগারদের তরুণ তুর্কি মোস্তাফিজকেও উল্লেখ করা হয়, ‘সে বাংলাদেশের অন্যতম প্রতিভাবান একজন তারকা। তারা সবাই সেরাটা খেললে ভালো করবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডকে আরেকবার হারিয়ে দিতে পারে তারা। ’

তামিম ও মোস্তাফিজ থাকলেও বাংলাদেশের তারকা ক্রিকেটার হিসেবে এখানে সাকিবের নামই জানানো হয়েছে। আর এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো সুখস্মৃতি না থাকলেও এবারের আসরে বাংলাদেশের সেমিফাইনাল খেলার যোগ্যতা রয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ৩১ মে, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।