সংখ্যায় সংখ্যায় চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরটি পাঠকদের জন্য সাজানো হয়েছে:
৮-এটি অষ্টম আসর। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির নামকরণের পর এটি ষষ্ঠ আসর।
৩-এ নিয়ে তৃতীয়বারের মতো ইংল্যান্ড ও ওয়েলসে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হচ্ছে। তবে এবারের আসরটি টানা দু’বার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৬-আগের সাতটি আসরে ভিন্ন ছয়টি দেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তবে একমাত্র দেশ হিসেবে ২০০৬ ও ২০০৯ সালে অস্ট্রেলিয়া এককভাবে সর্বোচ্চ দু’বার শিরোপা জিতেছে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত একবার করে জিতেছে। যেখানে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে একবার ট্রফির উৎসব করে।
২-স্বাগতিক হিসেবে খেলা ইংল্যান্ড আগের দু’বারই রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এর আগে ২০০৪ ও ২০১৩ সালে স্বাগতিক ছিল ইংলিশরা।
৭৯১-চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড রান সংগ্রাহক ক্যারিবীয় ব্যাটসম্যান ক্রিস গেইল। তবে এবারের আসরে প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সর্বোচ্চ ৩৭৮ রান নিয়ে শুরু করবেন।
২৮-সর্বোচ্চ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার কাইল মিলস। তবে এবারের আসরে ২২টি উইকেট নিয়ে মিলসকে চ্যালেঞ্জ জানাচ্ছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।
১৪৫ (অপ)-২০০৪ আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪৫ রানে অপরাজিত ছিলেন কিউই গ্রেট নাথান অ্যাস্টেল। এটি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ ব্যক্তিগত রান। দু’বছর আগের আসরে জিম্বাবুয়ের গ্র্যান্ড ফ্লাওয়ার ভারতের বিপক্ষে ১৪৫ রান করলেও তিনি আউট হয়েছিলেন।
৬-১৪-শ্রীলঙ্কার ফাস্ট বোলার পারভেজ মারুফ ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৪ রানে ছয়টি উইকেট নিয়েছিলেন। যা আসরটির এখন পর্যন্ত সেরা বোলিং পারফরম্যান্স। এমনকি অন্য কোনো বোলার এখন পর্যন্ত এক ম্যাচে ছয়টি উইকেট নিতে পারেননি।
১১-বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে জায়গা করে নিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে আসরে সুযোগ পায় টাইগাররা।
১৮-দিনে শেষ হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ২০১৫ বিশ্বকাপ শেষ হতে সময় নিয়েছিল ছয় সপ্তাহেরও বেশি।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ৩১ মে, ২০১৭
এমএমএস