‘আমার মনে হয় টুর্নামেন্টের শুরুটা ভালো হওয়া খুবই জরুরি। এটা এমন এক টুর্নামেন্ট যেখানে দলগুলো কেউই কাউকে ছেড়ে কথা বলবে না।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে লন্ডনের ওভাল মিডিয়া সেন্টারে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাপ পূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইংলিশ অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের আনন্দে মেতে উঠতে প্রতিটি দলকেই সংঘবদ্ধ হয়ে পারফর্ম করতে হবে বলেও মতামত ব্যক্ত করেন তিনি। মরগান বলেন, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তারাই জিতবে যারা মাঠে অসাধারণ পারফরম্যান্স করবে। এখানে একটি টিম হিসেবে খেলাটা খুব জরুরি।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মর্গানের কাছে দলের খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে গণমাধ্যম জানতে চাইলে তিনি জানান, ক্রিস ওকস পুরোপুরি সুস্থ আছে। বেন স্টোকসও আজ নেটে বল করেছে। দেখি কাল সে কী করে।
ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বুধবার (১ জুন) থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। লন্ডনের ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এইচএল/এমজেএফ/