আগামী জুলাই ও আগস্টে দুটি টি-২০ ম্যাচ কাবুল ও লাহোরে আয়োজন করার পরিকল্পনা করেছিল এসিবি ও পিসিবি। তবে কেন বাতিল করা হলো অফিসিয়ালি কোনো কারণ না দেখালেও এসিবির এক টুইটে জানানো হয়, সম্প্রতি আমাদের দুই বোর্ডের সম্পর্ক উন্নয়নের জন্য যে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করা হয়েছে, তা বাতিল করা হলো।
গত সপ্তাহেই একটি চুক্তির মাধ্যমে দুই দেশের বোর্ড প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করে। যেখানে একটি ম্যাচ হওয়ার কথা ছিল আফগান শহর কাবুলে, অন্যটি পাকিস্তানের লাহোরে। যেখানে পাকিস্তান নিজেদের ভেন্যু ও কন্ডিশনিং ক্যাম্পের জন্য আফগানদের সহায়তা করতো। পাশাপাশি যুব ও সিনিয়র দল পাকিস্তান সফর করতো।
এর আগে ২০১৩ সালে লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমি আফগানদের ব্যবহার করতে দেওয়া হবে এমন চুক্তিতে স্বাক্ষর করেছিল পাকিস্তান। আর কিছুদিন আগে ভারতের গ্রেটার নদিয়ায় ম্যাচ খেলেছিল আফগানরা।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ০১ জুন, ২০১৭
এমএমএস