আট দলের অংশগ্রহণের এই মেগা ইভেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ন মরগান।
২০১৫ বিশ্বকাপ থেকে অন্য এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপের দুই ম্যাচে টাইগারদের কাছে হারতে হয়েছিলো ইংলিশদের। আইসিসির আরও একটি মেগা টুর্নামেন্টে মুখোমুখি এই দুই দল। এ ম্যাচে স্বাগতিকদের হারাতে পারলে ওয়ানডে ফরমেটে আইসিসির মেগা আসরে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
মাশরাফি ও তার দল সর্বশেষ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডের শীর্ষ ছয় নম্বর দলে জায়গা করে নেয়। অপরদিকে ঠিক একধাপ ওপরে থাকা ইয়ন মরগানরা সদ্যই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়েছে। বাংলাদেশ ও ইংল্যান্ড এখন পর্যন্ত ওয়ানডেতে ১৯বার একে অপরের মুখোমুখি হয়েছে। ১৫ ম্যাচ হারের বিপরীতে বাংলাদেশ জয় পেয়েছে চারটিতে। তবে এ চারটি জয়ের দুটিই এসেছে বিশ্বমঞ্চে (২০১১, ২০১৫ বিশ্বকাপ)।
বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মশারাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, মার্ক উড ও জ্যাক বল।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০১ জুন ২০১৭
এমআরপি