ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ৩২ রান করলেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন সাকিব। তার নামের পাশে এখন ৪ হাজার ৯৬৮ রান।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। তামিম-সাকিবের পর সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় এগিয়ে মুশফিকুর রহিম।
এখন পর্যন্ত সাকিব আল হাসান খেলেছেন ১৭৭টি ওয়ানডে। প্রায় ৩৫ ব্যাটিং গড় নিয়ে ওয়ানডেতে তার নামের পাশে সেঞ্চুরির সংখ্যা ৭টি, সঙ্গে রয়েছে ৩৪টি হাফ-সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ওয়ানডে ইনিংস ১৩৪।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ১৫ জুন ২০১৭
এমআরপি/এমআরএম