তবে এই অবস্থার মধ্যেও খেলা উপভোগে পিছিয়ে পড়ছেন না তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা ক্রিকেটপ্রেমীরা। তারা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে খেলা উপভোগ করছেন।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়েছে খেলা। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই শহরের বিভিন্ন স্থানে জটলা বেঁধে নানা বয়সী মানুষকে স্মার্টফোনে খেলা উপভোগ করতে দেখা যায়। জেলা শহরের পুলহাট এলাকার মোস্তাফিজুর রহমান বাবু বাংলানিউজকে বলেন, খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে। এটা খুবই দুঃখজনক। এখন আমরা মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে লাইভ দেখছি।
মাসুদ আলম নামের অপর একজন বলেন, আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়াও টেলিভিশন এখন মানুষের হাতে হাতে। প্রিয় দেশের খেলা এখন বিদ্যুৎ ছাড়াও দেখা যাচ্ছে। তবে ইন্টারনেটের ধীর গতির কারণে খেলা দেখতে কিছুটা অসুবিধা হচ্ছে।
সেমিফাইনালে জয়ী হয়ে বাংলাদেশ ফাইনালে চলে যাবে বলেও প্রত্যাশা করেন মাসুদ আলম।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
এইচএ/