আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার তালিকায় সাবেক দক্ষিণ আফ্রিকান অাইকন জ্যাক ক্যালিসের পাশে নাম লিখিয়েছেন তামিম। ক্যালিসের সমান ৪ ইনিংসেই তিনবার এমন ব্যাটিং উপহার দিয়েছেন।
তিনটি পঞ্চাশোর্ধ ইনিংসে ২১৬ রান করেছেন ২৮ বছর বয়সী তামিম। ব্যাটিং গড় ৫৪.০০। রানের দিক থেকে এগিয়ে ক্যালিস। ৬৯.২৫ গড়ে ২৭৭। এ তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সর্বোচ্চ ৪টি পঞ্চাশোর্ধ ইনিংস তার দখলে।
অবশ্য আইসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে ৯টি ইনিংস খেলার সুবাদে শীর্ষে অবস্থান করছেন পন্টিং। ৭৩.২৮ গড়ে করেছেন ৫১৩ রান।
প্রসঙ্গত, চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় এখন নম্বর ওয়ান পজিশনে তামিম। চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে ২৯৩। ব্যাটিং গড় ৭৩.২৫। দুইয়ে নেমে যাওয়া শিখর ধাওয়ানের (২৭১) সামনে এ ম্যাচেই তামিমকে পেছনে ফেলার সুযোগ থাকছে। মাত্র ২২ রান পিছিয়ে ভারতীয় ওপেনার।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ১৫ জুন, ২০১৭
এমআরএম