এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দেশটির সরকার নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে আমাদের সন্তুষ্ট করেছে। এ কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ‘আমরা যখন কোনো দেশে সফর করি তখন ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টিই আমাদের কাছে মূখ্য বলে বিবেচিত হয়। আর প্রতিনিয়তই আমরা নিরাপত্তা নিয়ে কাজ করে যাবো। ’
আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২২-২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। এরপর মিরপুর স্টেডিয়ামে ২৭ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ৪-৮ সেপ্টেম্বর, চট্টগ্রামে।
১৩ সদস্যের দলে ও’কিফ বাদ পড়ার পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে পেস তারকা মিচেল স্টার্ককে। এ সিরিজের পর অ্যাশেজের জন্য প্রস্তুত রাখতেই তাকে এই সফরে আনা হয়নি।
অস্ট্রেলিয়ার টেস্ট দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম, জোশ হ্যাজলউড, উসমান খাজা, নাথান লিওন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশো, ম্যাথু ওয়েড।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ১৭ জুন ২০১৭
এমএমএস