ছবি: সংগৃহীত
কোচ কেপি ভাস্করের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর দায়ে প্রথম শ্রেণির ক্রিকেটে চার ম্যাচ নিষিদ্ধ হলেন দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীর। তবে দু’বছরের নিষেধাজ্ঞার শাস্তি স্থগিত করেছে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি।
গম্ভীরের মারাত্মক অসঙ্গত আচরণ ধরা পড়ে। পূর্বপরিকল্পিতভাবেই নাকি কোচকে অপমান করার অভিপ্রায় ছিল তার।
গত মার্চে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি চলাকালীন তরুণদের মাঝে নিরাপত্তাহীন পরিবেশ তৈরির জন্য কোচ ভাস্করের সমালোচনা করেছিলেন ভারতীয় তারকা ওপেনার।
পরবর্তীতে বিষয়টি তদন্ত করে দেখতে কমিটি গঠন করে দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। গত মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার লজ্জায় ডোবে দিল্লি। ফাইনালে বেঙ্গল ক্রিকেট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তামিল নাড়ু।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।