ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও পাকিস্তান ম্যাচকে ঘিরে ২০০০ কোটি ভারতীয় রুপির বেটিং হতে পারে বলে মনে করছে অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন (এআইজিএফ)। বুকি সংস্থা ‘বেটফেয়ার’ বাজি ধরেছে ভারতের পক্ষে।
বাজির দর ১৪৭: ৩০০। যার মানে, যদি কেউ ১০০ রুপি দেয়, ভারত জিতলে ফেরত পাবে ১৪৭ রুপি। আর পাকিস্তান জিতলে পাবে তার তিন গুণ, ৩০০ রুপি।
এআইজিএফ-এর সিইও রোল্যান্ড ল্যান্ডার্স এ প্রসঙ্গে বলেছেন, ‘সারা বছর ভারত যতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে তার ওপর মোট ২ লক্ষ কোটি রুপির বেটিং হয়। যেহেতু গত ১০ বছরের মধ্যে এই প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান, তাই এবার বেটিং হয়েছে এত বেশি পরিমাণে। ’
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমএমএস