ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছে ফখর-আজহার জুটি। আজহার রানআউট হওয়ার আগে দু’জনের পার্টনারশিপে আসে ১২৮।
শুধু তাই নয়, ২০০৩ সালের পর এ প্রথম টানা দুই ম্যাচে একশ’র অধিক রানের জুটি গড়ার নজির স্থাপন করলো পাকিস্তানি ওপেনাররা। এশিয়ার বাইরে এটি দ্বিতীয় উদাহরণ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৮ রান তোলেন আজহার ও ফখর।
আজহার ও ফখর দু’জনই ফর্মের তুঙ্গে। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতে এসে টানা তিন ম্যাচেই অর্ধশতক হাঁকিয়েছেন বাঁহাতি ফখর। ব্যাক-টু-ব্যাক অর্ধশতকের দেখা পেয়েছেন আজহার।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এমআরএম