রোববার (১৮ জুন) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচ শুরুর ঘন্টাখানেক পর কেনিংটন ওভালের ফুটপাতে এমন দৃশ্য বাংলানিউজের চোখ এড়িয়ে গেল না।
ফাইনালের টিকিট!! সে তো অনেক আগেই শেষ হয়ে গেছে।
টিকিট পাননি? জিজ্ঞেস করতেই মুখটা মলিন হয়ে গেল। ‘না। আগে কিনতে পারিনি কারণ আইসিসি অনলাইন বলছিলো সব টিকিট বিক্রি হয়ে গেছে। রোজা রেখে ৯ ঘণ্টা ভ্রমন করে স্কটল্যান্ড এসেছিলাম বাইরে থেকে কিনে ম্যাচ দেখবো কিন্তু পারছি না। কেননা কোন টিকিটই ৫শ’ পাউন্ডের কমে পাওয়া যাচ্ছে না। ’
টিকিট না পাওয়াদের দলে অবশ্য পাকিস্তানই ভারী। ভারতের খুব অল্প সংখ্যক সমর্থকদের ওভালের বাইরে টিকিটহীন অবস্থায় মোবাইলে খেলা দেখতে দেখা গেল। হঠাৎই চোখে পড়লো পাকিস্তানি এক দম্পতি দুই শিশু নিয়ে বাইরে দাঁড়িয়ে। টিকিটের আশা নিয়ে এসেও না পেয়ে মনক্ষুণ্ন।
তবে টিকিট না পেলেও তাদের সেই মনক্ষুন্নতা দূরীভূত করছে প্রিয় দল পাকিস্তানের দুর্দান্ত শুরু। যা তাদের স্বপ্ন দেখাচ্ছে প্রথমাবারের মতো বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে মর্যদার আসর চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের। বিশ্বসেরা আট দলের টুর্নামেন্টটিতে এবারই প্রথম ফাইনাল খেলছে পাকিস্তান।
স্থাণীয় সময়: ১২৪৮ ঘণ্টা, ১৮ জুন, ২০১৭
এইচএল/এমআরএম